বালতির পানিতে পড়ে প্রাণ গেল তিন বছরের আরিশার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাথরুমে বালতির পানিতে পড়ে আরিশা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। পরে অবচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা আরিফুল ইসলাম বলেন, ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। তার স্ত্রী অসুস্থ, তাই বাসায় শুয়েছিলেন। এ সময় মেয়ে হাঁটতে হাঁটতে বাথরুমে চলে যায়। বাথরুমে খেলতে গিয়ে বালতির মধ্যে পড়ে যায়। পরে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

LEAVE A REPLY