লালবাগে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ছবি : র‍্যাব-১০

সাতক্ষীরার তালা উপজেলার ধর্ষণ মামলার পলাতক আসামি দ্বীন মোহাম্মদ লিটনকে (৩৩) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্য্যাব-১০)। বৃহস্পতিবার (১১ মে) রাতে র‍্যাব-১০-এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বিষয়টি জানিয়েছেন। এর আগে বুধবার রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেপ্তার করা হয়।

ফরিদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার র‍্যাব-১০-এর একটি দল রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি লিটনকে আটক করে।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY