কারওয়ান বাজারে ব্যবসায়ীদের বাধার মুখে ভবন সিলগালার সময় বাড়ল

সংগৃহীত ছবি

রাজধানীর কারওয়ান বাজারের কাঁচামালের আড়ত মার্কেটের ঝুঁকিপূর্ণ ভবনটি বৃহস্পতিবার (১১ মে) সিলগালা করতে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা। এ সময় ব্যবসায়ীদের বাধার মুখে সিলগালার সময় আরো দুই সপ্তাহ বাড়ায় ডিএনসিসি।

ব্যবসায়ীদের দাবি, আড়ত থেকে মালামাল সরাতে তাদের পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। এমনকি ব্যবসা পরিচালনার জন্য বিকল্প জায়গাও দেওয়া হয়নি। এ কারণে তারা অভিযানে বাধা দিয়েছেন।

কিন্তু সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, ভবনটি ছেড়ে দিতে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। কিন্তু তারা নোটিশ অমান্য করে অবৈধভাবে সেখানে দোকান করছেন।

ডিএনসিসি অঞ্চল-৫-এর আঞ্চলিক কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ নেতৃত্বে ভবনটি সিলগালা করতে যান ডিএনসিসি কর্মকর্তারা। এ সময় ব্যবসায়ীরা সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। সিটি করপোরেশনের বিরুদ্ধে স্লোগানও দেন। এক পর্যায়ে ভবনটি সিলগালা থেকে সরে আসেন ডিএনসিসি কর্মকর্তারা।

মোতাকাব্বীর আহমেদ বলেন, সিলগালা করা নিয়ে গত বুধবারও একটা সভা হয়েছিল। সেখানে এই অঞ্চলের কাউন্সিলর ও ব্যবসায়ী নেতারা ছিলেন। এর আগেও একাধিকবার ব্যবসায়ীদের ভবন থেকে সরে যেতে বলা হয়েছে। তারা রাজিও হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সিলগালা করতে গেলে ব্যবসায়ীরা বলেন, এই অল্প সময়ের মধ্যে পারবেন না। তারা এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তাদের দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

LEAVE A REPLY