২০২২ সালে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি দশ গুণ বেড়েছে

ছবি : বিবিসি

ভারতীয় রাষ্ট্র নিয়ন্ত্রিত ঋণদাতা ব্যাংক ‘ব্যাংক অব বরোদা’-এর মতে, গত বছর রাশিয়া থেকে আগের বছরের তুলনায় দশ গুণ বেশি তেল আমদানি করেছে ভারত। পরিসংখ্যানগুলো দেখাচ্ছে, রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্টে তেল কিনে ভারতের সাশ্রয় হয়েছে ৫০০ কোটি ডলার। ক্রয় বৃদ্ধির কারণে প্রায় ৫০০ কোটি ডলার সাশ্রয় করেছে। রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক চীন এবং ভারতের কাছে কম দামে তেল বিক্রি করছে।

রাশিয়ার ইউক্রেন অভিযানের পাল্টা ব্যবস্থা হিসেবে মস্কোর ওপর কয়েক শ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা। ইউরোপে রুশ তেলের বাজার সংকুচিত হয়ে ওঠে। সেই সুযোগ নিয়ে ভারত ও চীন মস্কো থেকে তেল আমদানি বাড়াতে থাকে। ২০২১ সালে রাশিয়া থেকে মাত্র ২ শতাংশ ক্রুড তেল আমদানি করেছিল ভারত। ২০২২ সালে সেই পরিমাণ ২০ শতাংশে ঠেকেছে বলে জানিয়েছে ব্যাংক অব বরোদা।

গত অর্থবছরে রুশ তেল আমদানি করে প্রতি টনে ৮৯ ডলার সাশ্রয় করেছে ভারত। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বৃহৎ শক্তিগুলোর চাপ উপেক্ষা করেই ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে। এমনকি দিল্লি এখনো ইউক্রেন ইস্যুতে মস্কোর নিন্দা বা সমালোচনাও করেনি।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY