পপকুইন বিয়ন্সে
শুরু হয়েছে বিশ্বখ্যাত পপতারকা বিয়ন্সের রেনেসাঁ সফর। বুধবার (১০ মে) স্টকহোমে শুরু হয় এই বহুল প্রতীক্ষিত মিউজিক্যাল সফর। গত ছয় বছরের মধ্যে এটিই বিয়ন্সের প্রথম সফর। আর এই সফরের মধ্য দিয়েই নতুন এক রেকর্ডের হাতছানি শীর্ষ এই পপতারকার সামনে। ধারণা করা হচ্ছে, রেনেসাঁ সফরের মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ আয় করতে যাচ্ছেন ৩২ বার গ্র্যামি বিজয়ী গায়িকা বিয়ন্সে। প্রায় ১.৬ বিলিয়ন ডলারের বিশাল অর্থ আসবে গায়িকার এই সফর থেকে, যা টেলর সুইফটের ‘ইরাস ট্যুর’-এর চেয়েও বেশি হতে যাচ্ছে।
ফোর্বস অনুমান করেছে যে বিয়ন্সেঁ প্রায় ১.৬ বিলিয়ন আয়ের মুখ দেখতে যাচ্ছেন এই মিউজিক্যাল সফরে। গায়িকার সফরের টিকিট কেনার অনুরাগীর সংখ্যার ওপর ধারণা করেই এ তথ্য প্রকাশ করে ফোর্বস। তারকাদের বিশ্ব ভ্রমণের টিকিটের অবিশ্বাস্য চাহিদার কারণে এই অঙ্কের অর্থ আয় হতে যাচ্ছে বলেও ধারণা প্রকাশ করছে ফোর্বস।

আউটলেটটি আরো বলেছে, এই সফরে পণ্যদ্রব্য বিক্রয়ের একটি উল্লেখযোগ্য অংশ পকেটে ফেলবে বিয়ন্সে এবং সেপ্টেম্বরে সফর শেষ হওয়ার সময় কেবল টিকিট থেকে প্রায় ১.৯ বিলিয়ন আয় করতে পারেন গায়িকা। আয়ের সম্ভাব্য এই সংখ্যাটি টেলরের ইরাস সফরের চেয়েও বেশি। এর আগে ফোর্বসের পক্ষ থেকে ইরাস ট্যুরের সম্ভাব্য আয় ধরা হয়েছিল ১.৫ বিলিয়ন।
বিয়ন্সে এ বছরের ফেব্রুয়ারিতে বিশ্বমঞ্চে তার ফিরে আসার ঘোষণা দিয়েছিলেন এবং তার সপ্তম স্টুডিও অ্যালবাম রেনেসাঁরা নামেই এই সফরের নামকরণ করেছেন। সফরটির সূচি হিসেবে কুইন বিয়ন্সে যুক্তরাজ্যের বেশ কয়েকটি শহরে পারফর্ম করতে প্রস্তুত। সফরটি ১০ মে স্টকহোমের ফ্রেন্ডস এরিনা থেকে শুরু হবে এবং তারপরে কার্ডিফ, এডিনবার্গ, সান্ডারল্যান্ড, প্যারিস, লন্ডন, মার্সেই, আমস্টারডাম এবং ওয়ারশের মতো শহরগুলোতে ইউরোপজুড়ে পারফর্ম করে যাবেন এই গায়িকা।
সূত্র : ফোর্বস