রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার বন্দর সেভাস্তোপোলকে লক্ষ্য করে ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে নৌঘাঁটির নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কৃষ্ণ সাগরীয় নৌবহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল ভিক্টর সকোলোভ।
শুক্রবার এক বার্তায় তিনি এই মন্তব্য করেছেন। খবর রয়টার্সের।
ভিক্টর সকোলোভ বলেন, ভূ-পৃষ্ঠে ও পানির নিচে রোবোটিক হামলার হুমকিজনিত কারণে নৌবহরের প্রধান ঘাঁটি ও যুদ্ধজাহাজগুলোর কারিগরি প্রতিরক্ষা জোরদার করা হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর সেভাস্তোপোলে দফায় দফায় ড্রোন হামলা হয়েছে।
এসব হামলার দায় সরাসরি স্বীকার করেনি ইউক্রেন। বিশেষ করে ক্রিমিয়ায় হামলার কথা কিয়েভ কর্তৃপক্ষ অস্বীকার করে আসছে। ২০১৪ সালে এই উপদ্বীপ দখল করে নিজের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছিল রাশিয়া। এই দখলকে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়।
সকোলোভ বলেন, কৃষ্ণসাগরীয় রুশ নৌবহর ২০২৩ সালে নতুন চারটি যুদ্ধজাহাজ পেতে যাচ্ছে।
এই নৌবহরের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ ছিল মস্কোভা। ২০২২ সালের এপ্রিলে ইউক্রেনীয় হামলায় এটি ডুবে যায়।