আদা শর্মা
সড়ক দুর্ঘটনার ‘দ্য কেরালা স্টোরি’-র নায়িকা আদা শর্মা ও পরিচালক সুদীপ্ত সেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে দুজনকে। তবে গুরুতর কিছু ঘটেনি বলে টুইট বার্তায় জানিয়েছেন তারা।
এক টুইট বার্তায় আদা লেখেন, ‘আমি ভাল আছি বন্ধুরা। অনেক অনেক মেসেজ পাচ্ছি, আপনারা উদ্বিগ্ন হয়ে আছেন বুঝতে পারছি। আমাদের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়েছে। এটুকুই বলতে পারি, আমরা দলের সবাই ঠিক আছি। বড় কোনো বিপদ হয়নি। অনেক ধন্যবাদ আপনাদের।’
পরিচালক নিজেই আদার আগে দুর্ঘটনার আভাস দিয়েছিলেন । সুদীপ্ত সেন টুইটারে লেখেন, ‘আজ আমাদের যাওয়ার কথা ছিল করিমনগরে, এক জনসভায় যুবক-যুবতীদের ভিড়ে আমাদের ছবিটা নিয়ে কথা হত। কিন্তু হঠাৎ স্বাস্থ্যের অবনতি হওয়ায় যেতে পারলাম না অত দূর। খুব দুঃখিত আমরা। করিমনগরের মানুষের কাছে ক্ষমাপ্রার্থী। ছবিটা বানিয়েছিলাম আমাদের কন্যাদের রক্ষা করতে। দয়া করে পাশে থাকুন।’
নানা বিতর্কের মধ্যে দিয়ে গত ৫ মে হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালাম ভাষায় মুক্তি পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। ইতোমধ্যেই বক্স অফিসে ১০০ কোটি রুপি ছাড়িয়ে সিনেমাটি। নিষিদ্ধ ঘোষণা, শো বাতিলেও বক্স অফিসে বাজিমাত করছে সিনেমাটি।