লটারি বিক্রি করে ৯০০ কোটি ‘লাভ’!‘লটারির রাজার’ বাড়িতে অভিযান

‘লটারির রাজা’ নামে পরিচিত সান্টিয়াগো মার্টিন।তার বাড়িতে অভিযান চালিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিকিম লটারির ব্যবসা থেকে ‘বেআইনি ভাবে’ ৯০০ কোটি টাকা লাভ করেছিলেন সান্টিয়াগো। এতে ক্ষতির মুখে পড়েছিল সিকিম সরকার। তদন্তের পর সান্টিয়াগোর চেন্নাই ও কোয়েম্বত্তূরের বাড়িতে তল্লাশি চালায় ইডি। 

ইডি সূত্রের বরাতে খবরে আরও বলা হয়, অভিযানে সান্টিয়াগোর বাড়ি থেকে নগদ টাকা, গহনার পাশাপাশি জমি, বাড়ির কাগজপত্র জব্দ হয়েছে; যার মূল্য প্রায় ৪৫৭ কোটি টাকা। এখন প্রশ্ন উঠছে, লটারি বিক্রির লাভের বাকি টাকা কোথায় গেল?

কেরালা রাজ্যে সান্টিয়াগোকে ‘লটারির রাজা’ বলা হয়। সেখানে সিকিম লটারির প্রধান ডিস্ট্রিবিউটর হলো সান্টিয়াগোর সংস্থা। 

কোচিতে সান্টিয়াগোর সংস্থার বিরুদ্ধে মামলা করেছিল সিবিআই। সেই মামলার ভিত্তিতে তদন্ত শুরু করে ইডি। 

তদন্তে ইডি জানতে পেরেছে, ২০০৯ সালের ১ এপ্রিল থেকে ২০১০ সালের ৩১ আগস্ট পর্যন্ত চলেছে দুর্নীতি। লটারি পুরস্কার মূল্য সংক্রান্ত কারচুপি করে প্রায় ৯১০ কোটি টাকা ‘বেআইনি ভাবে’ লাভ করেন সান্টিয়াগো। 

LEAVE A REPLY