রাগ নেই ব্রসনানের!

পিয়ার্স ব্রসনান

জেমস বন্ড হিসেবে যে কয়জন অভিনেতাকে দর্শকরা গ্রহণ করেছেন, তাদের মধ্যে অন্যতম সেরা পিয়ার্স ব্রসনান। বিশ্বজুড়ে অগণিত ভক্ত-অনুরাগীর এই বন্ড পর্দায় যতই ধুন্ধুমার অ্যাকশন করুন না কেন, বাস্তব জীবনে তিনি একেবারেই ঠাণ্ডা প্রকৃতির। এমনকি রাগ-ক্রোধ সর্বদা নিয়ন্ত্রণে রাখার জাদুমন্ত্রও জানা আছে এই অভিনেতার। সম্প্রতি তিনি স্বীকার করেছেন, তিনি কখনোই রাগ করেন না এবং উত্তপ্ত মুহূর্তে নিজেকে শান্ত রাখার চেষ্টা করেন।

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ইউএস ক্লোজারের সাথে কথা বলার সময় প্রাক্তন বন্ড তারকা প্রকাশ করেছেন যে তিনি তার মেজাজ হারানোর কোনো অর্থ দেখেন না। তিনি বলেন, ‘আমি রাগ করি না। আমি রাগ করতে পারি; কিন্তু সেই রাগ কোথায় যাবে? সেই রাগের ফলাফল কী? আমি নিজেকে শান্ত রাখতে জানি।’

1
পিয়ার্স ব্রসনান

সাক্ষাৎকারে তারকা আরো উল্লেখ করেছেন, তিনি ধ্যান উপভোগ করেন। তিনি ধ্যানের মাধ্যমে নিজের মনকে শান্ত রাখেন। এ ছাড়া পানির সাথেও তার একটা সখ্য রয়েছে বলে জানান ব্রসনান। তিনি বলেন, ‘আমার সমুদ্র উপকূলের অনেক স্মৃতি আছে। আমি যখন আশির দশকে আমেরিকায় চলে আসি, তখন কেবল একটি জায়গা ছিল এবং তা ছিল উপকূলে। পানির সাথে আমার গভীর সখ্য।’

নিজের নির্জন শৈশবের কথা স্মরণ করে ব্রসনান জানান, তিনি প্রথমে একজন চিত্রশিল্পী হতে চেয়েছিলেন, তাই তিনি লন্ডনের সেন্ট মার্টিন স্কুল অব আর্টে বাণিজ্যিক চিত্রকল্প অধ্যয়ন করতে শুরু করেছিলেন। তিনি তার প্রশিক্ষণের পরে গ্রাফিক শিল্পী হওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে তিন বছর ফুলটাইম চাকরি করার পর তিনি অভিনয় পেশায় চলে আসেন।

সদ্যই ৭০ বছরে পা দিলেন এই হলিউড অভিনেতা। ডার্ক কমেডি ‘দ্য ম্যাটাডোর’ এবং মিনি সিরিজ ‘ন্যান্সি অ্যাস্টর’-এর জন্য দুটি গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ব্রসনান। চলচ্চিত্রে তার অবদানের জন্য অভিনেতা ১৯৯৭ সালে হলিউড ওয়াক অব ফেমে জায়গা পান। ২০২০ সালে সেরা আইরিশ অভিনয়শিল্পীদের দ্য আইরিশ টাইমসের তালিকায় তিনি ১৫ নম্বরে ছিলেন। অভিনেতাকে সর্বশেষ দেখা গেছে ডোয়াইন জনসনের ‘ব্ল্যাক অ্যাডাম’ চলচ্চিত্রে।

সূত্র : ইয়াহু নিউজ

LEAVE A REPLY