আল্লাহ সাক্ষী, ইসলামকে আঘাত করে কথা বলিনি; বলেছিলেন ফারুক

আকবর হোসেন পাঠান ফারুক

ইসলামকে কটাক্ষ করেছিলেন চিত্রনায়ক ফারুক, এমনই একটি কথা সোমবার সকালে নায়কের মৃত্যুর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। কিন্তু আসলেই কি ফারুক এমন কথা বলেছিলেন? কালের কণ্ঠ অনলাইনের পক্ষ থেকে এই তথ্যের খোঁজ করা হয়। বোঝা যায় একটি মিম থেকে বাক্যটি ছড়ায়। কিন্তু কোথায় এর সঠিক সূত্র খুঁজে পাওয়া যায় না। আরো জানা যায়, তিনি নোংরা রাজনীতির শিকার হয়েছিলেন।

তবে ফারুককে ধর্মবিরোধী বানানোর চেষ্টা করা হয়েছিল ২০১৮ সালে। ওই বছরের নভেম্বরে আকবর হোসেন পাঠান ফারুক রাজধানীর এফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।

জানিয়েছিলেন তার পরিবারের সকলেই হাজি। তিনি একটি মসজিদের মোতওয়াল্লি। ইসলামবিরোধী কোনো কথাও তিনি বলেননি, রাব্বুল আল আমিন সাক্ষী। 

ফারুক এদিন বলেছিলেন, ‘ধর্মকে আঘাত করতে পারে এমন কোনো কথাই আমি বলিনি। আমি যদি বলে থাকি ওপরের রাব্বুল আল আমিন সাক্ষী আছেন। বিশ্বাস করুন আমি এ দেশের মাটিকে ভালোবাসি। আমি সব ধরনের মানুষকে ভালোবাসি। কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বুদ্ধিস্ট আমি এগুলো ফিল করি না। কারণ আমি একজন মানুষ।’

ফারুক বলেন, ‘আজ দুঃখ নিয়ে কয়েকটা কথা বলতে চাই। সারা জীবন মানুষের কথা বলেছি। আনাকে নিয়ে ফেসবুকে যেসব কথাবার্তা বলা হয়, আমি আসলেই মর্মাহত। মানুষ এত নিচে নামতে পারে আমি ভাবতেও পারিনি।’

ফেসবুকে সমালোচনার বিষয় নিয়ে ফারুক বলেছিলেন, ‘ইসলাম নিয়ে আমি কথা বলব? আমি কে জানেন? আমি হাজি, আকবর হোসেন পাঠান ফারুক। আমার স্ত্রী ফারহানা সেও হাজি। আমার মেয়ে ফারিহা তাবাসসুম হাজি। আমার ছেলে রওশন হোসেন পাঠান হাজি।’

তিনি একটি মসজিদের মোতওয়াল্লি উল্লেখ করে বলেন, ‘একটি মসজিদ আছে। আমার নিজের বড় দাদা দিয়ে গেছেন। মসজিদের জমি কত জানেন? ৩০ বিঘা। শুধু মসজিদটি ৫ বিঘা জমিজুড়ে রয়েছে। ওই মসজিদের মোতওয়াল্লি ভাই আমি। আমি একজন মুসলিম ঘারানার। যেটাকে বলা হয় রিয়েল সেন্সর, ধর্ম যার যার। ধর্মকে নিয়ে কথা বলার অধিকার কারো নেই।’

মুক্তিযুদ্ধ ও মিথ্যা ছড়ানো প্রসঙ্গ এই নায়ক বলেছিলেন, ‘আমরা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করার জন্য। পরাধীনতার শিকল গলায় দিয়ে দেওয়া হয়েছিল সেটাকে ভেঙেচুরে ৩০ লক্ষ মানুষের বুকের রক্ত দিয়ে বঙ্গবন্ধুর ডাকে দেশটাকে স্বাধীন করা হয়েছিল ভাই। এই ভুল তথ্য দিয়ে কাউকে হেয়, ছোট করার চেষ্টা করবেন না ভাই। আপনাদের কাছে আমি অনুরোধ জানাই। এতে আপনারা কোনো ফল পাবেন না। সমস্ত কিছু নির্ভর করে সত্য ও সুন্দরের ওপরে।’

সে সময় তরুণ নায়ক জয় চৌধুরী বলেছিলেন, ‘বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক) ভাইয়ার বিরুদ্ধে নোংরা রাজনীতির ও অপপ্রচার এর বিরুদ্ধে সবাই সোচ্চার হোন এবং সত্যিটা জানুন।’

LEAVE A REPLY