ববি দেওল
তারকাদের সন্তানরা যেভাবে সর্বক্ষণ প্রচারের আলোয় থাকেন, মিডিয়ায় পা না রেখেও যেভাবে সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন, বড় বড় ব্র্যান্ডে কাজ করেন, সেখানে কিন্তু দেওল পরিবারের ছেলেদের অনেকটাই প্রচারবিমুখ থাকতে দেখা যায়। সানি দেওলের ছেলে করণ দেওল ইতিমধ্যে নাম লিখিয়েছেন বলিউডে। তবে প্রথম চলচ্চিত্র তেমন সুবিধা করতে পারেননি এই তারকা। সম্প্রতি বিয়ের কারণে চর্চায় উঠে এসেছেন করণ দেওল। কিন্তু ববি দেওলের দুই ছেলেকে নিয়ে এতটা আলোচনা নেই। তবে এবার ছেলেদের নিয়ে মন্তব্য করে আলোচনায় আনলেন এই অভিনেতা। জানিয়েছেন, তার দুই ছেলেই অভিনয় জগতে আসবেন। তারাও অভিনেতা হবেন।

ববি একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘ওরা সাধারণ বাচ্চা। আমি চাই ওরা একটা সাধারণ জীবন-যাপন করুক। ওরা মোটেই বিশেষ কেউ নয়। ওরা আমার সন্তান ঠিকই কিন্তু আমি চাই না সেই গ্ল্যামার এখনই ওদের গায়ে লাগুক। এটা অনেক কিছু কেড়ে নিতে পারে। তবে ওরা অভিনেতাই হবে। ওদেরও সেই ইচ্ছা রয়েছে। এখন ওরা পড়াশোনা করছে। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে আমার দুই ছেলে। ওদের নিয়ে আমি ভীষণই গর্বিত।’
নিজের ক্যারিয়ার প্রসঙ্গে জানান, এখন তিনি অভিনেতা হিসেবে একটা নতুন শুরু করতে চাইছেন। হয় তিনি কোনো বোল্ড সিরিজে অভিনয় করবেন, নইলে দক্ষিণী সিনেমায় কাজ করবেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু কোনটা ঠিক সেটা এখনো বিশেষ স্পষ্ট নয়।
ববিকে সর্বশেষ ‘লাভ হোস্টেল’-এ দেখা গেছে। এরপর অভিনেতাকে সন্দীপ ভাঙ্গা রেড্ডির ‘অ্যানিমেল’ চলচ্চিত্রে দেখা যাবে রণবীর কাপুরের সঙ্গে। আপাতত তিনি সেই সিনেমা নিয়ে ব্যস্ত। সিনেমাটি প্রসঙ্গে ববি বলেছেন, ‘রণবীর খুব ভালো অভিনেতা। আমি ওর অনেক বড় ভক্ত। এই সিনেমায় কাজ করতে পেরে আমার দারুণ লেগেছব