গরমে শরীর শীতল রাখতে গোলাপজলে গোসল

ঘূর্ণিঝড় ‘মোখা’ আসার আগ পর্যন্ত দেশের ওপর দিয়ে প্রবল তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। মোখা চলে যাওয়ার পরেও খুব একটা বৃষ্টির দেখা নেই। বৃষ্টি হলেও হচ্ছে সামান্য পরিসরে। তার ওপর রয়েছে নিয়মিত লোডশেডিং। তাই কমছে না গরম। এই গরমে বারবার গোসল করতে ইচ্ছা হয়। তবে প্রতিদিনের নিয়মে গোসল করলে গরম থেকে মুক্তি সেভাবে মিলবে না। বরং শরীরকে শীতল রাখতে গোসলে ব্যবহার করুন গোলাপজল। দেখবেন গোসলের পরেও শরীরে একটা ঠাণ্ডা ভাব বজায় থাকছে। 

গোসলের পর যদি শরীর থেকে হালকা সুগন্ধ না ছড়ায়, সেই গোসলের মানেই হয় না ৷ তাই এই গরমে গোসলের পানির সঙ্গে মিশিয়ে নিন কিছুটা সুগন্ধি। গোলাপজলে কিছু পরিমাণ সাদা চন্দন বেটে নিন ৷ সঙ্গে দিন কিছু পরিমাণ পুদিনাপাতাও ৷ এই উপকরণ পানির সঙ্গে মিশিয়ে গোসল করলে শরীর থেকেও যেমন সুগন্ধ ছড়াবে, তেমনি শরীরও শীতল লাগবে। 

একটু সময় খরচ করলে বাড়িতেই নিতে পারেন স্পা বাথ ৷ গোসলের পানিতে মিশিয়ে নিন বাথিং সল্ট ৷ তার মধ্যে কিছুটা পরিমাণ গোলাপজল, পুদিনাপাতার রস ঢেলে দিন ৷ গোসল শেষে পরিষ্কার পানি গায়ে ঢেলে নিন ৷ দেখবেন সারা দিন সতেজ থাকবেন।

গোলাপজল ত্বক পরিষ্কার করতে, টোনার হিসেবে, ফেসপ্যাকের সঙ্গে; যেভাবে আপনি চান ব্যবহার করতে পারেন। বাজার থেকে গোলাপজলের বোতল কিনে এনে গোসলের পানিতে মিশিয়ে নিতে পারেন ৷ আর আজকাল বাজারে আসল গোলাপজল খুঁজে পাওয়া ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে। একটু চেষ্টা করলেই আপনি ঘরেই তৈরি করে ফেলতে পারবেন একেবারে ১০০% বিশুদ্ধ গোলাপজল! গোলাপের পাপড়ি ফুটিয়ে নিন ৷ সেই পানি ঠাণ্ডা করে তার মধ্যে অল্প পরিমাণ মিশিয়ে ফেলুন গ্লিসারিন ৷ এরপর গোসলের পানিতে মিশিয়ে নিন গোলাপজল ৷ গরমকালে এই গোসল কিন্তু সারা দিন সতেজ রাখবে আপনাকে।

LEAVE A REPLY