আশুলিয়ায় বিস্ফোরণে আরো ২ জনের মৃত্যু

ফাইল ছবি

আশুলিয়ায় বিস্ফোরণে আগুনে দগ্ধ মো. বিল্লাল হোসেন (৩৬) ও নুর নবী (২২) নামের আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এর আগে গত ১৫ মে বিকেলে শরিফুল ইসলাম নামে একজন মারা যান। 

মঙ্গলবার (১৫ মে) রাত ৯টা ২৫ মিনিটে বিল্লাল, এর আগে রাত ৭টা ৫০ মিনিটে নুর নবী মারা যান। এ ঘটনায় আরো দুইজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানিয়েছেন, বিল্লালের শরীরের ৩৬ শতাংশ ও নুর নবীর ৪৩ শতাংশ শ্বাসনালিসহ দগ্ধ হয়েছিল। 

গত ১৩ মে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিশুসহ দগ্ধ হয় পাঁচজন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

রংপুর জেলার পীরগাছা উপজেলার আব্দুর রহমানের ছেলে বিল্লাল ও টাঙ্গাইল সদর উপজেলার চরপলি গ্রামের শাহাদাত আলীর ছেলে নুর নবী। 

মৃতদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

LEAVE A REPLY