বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর

প্রতীকী ছবি

রাজধানীর শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতিফুর রহমান লিসান (১৩) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে জামিয়া এস হাকিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল। আজ বুধবার (১৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে জুরাইন শ্যামপুর বালুর মাঠ, জামিয়া এস হাকিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

মাদরাসার বোর্ডিং সুপার ইয়াসিন আরাফাত বলেন, লতিফুর মাদরাসার তৃতীয় তলায় থাকত। তৃতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তার কাছ থেকে একটি বিশ টাকার নোট নিচে চাতালের ওপর পড়ে যায়। পরে সে বারান্দা দিয়ে চাতালে নামার সময় সেখানে টিনের চালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। তাদের ধারণা, চাতালের বাইরে কোনো তারের লিকেজ থেকে বৃষ্টির পানি জমে ঘটনাটি ঘটতে পারে।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে আদ্ব-দ্বীন হাসপাতালে ও পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিসানকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেছেন শ্যামপুর থানার উপপরিদর্শক এসআই আব্দুল্লাহ আল হাসিব। তিনি বলেন, মৃত লিসান মাদরাসায় যেকোনোভাবে টিনের চাতালে বিদ্যুৎস্পৃষ্ট হয়‌। মাদরাসা কর্তৃপক্ষের লোকজন অচেতন অবস্থায় তাকে মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

লিসানের খালাতো ভাই পারভেজ মোশারফ বলেন, মাদরাসায় হেফজ শাখায় পড়ত লিসান। সকালে মাদরাসা থেকে খবর পাই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে, পরে ঢামেক হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই‌। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্ডা উপজেলায়। সে পোল্যান্ডপ্রবাসী মো. মজিবুর হাওলাদারের ছেলে।

LEAVE A REPLY