বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বড় বোন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক মরহুম ফজলুর রহমানের স্ত্রী আক্তারি রহমান (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।
আক্তারি রহমান দুই ছেলে (ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ও রেজাউর রহমান), দুই ভাই, এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
আজ বাদ জোহর বসুন্ধরা ইসলামী রিসার্চ সেন্টার মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বসুন্ধরা গ্রুপের পারিবারিক কবরস্থানে (এন ব্লক) দাফন করা হবে।