‘ভুঁড়ি কমান, নয়তো অবসর নিন’! আসামে পুলিশ সদস্যদের কড়া বার্তা

ভারতের আসাম রাজ্যে ‘অযোগ্য’ প্রমাণিত হলে স্বেচ্ছায় অবসর নিতে হবে পুলিশ সদস্যদের। (ফাইল চিত্র)

পুলিশ বাহিনীকে ‘উপযুক্ত’ হতে হবে। তার জন্য পুলিশ সদস্যদের হতে হবে সুঠাম ও সুস্বাস্থ্যের অধিকারী। হতে হবে মেদহীন সবল চেহারার। আর তা না হলেই বিপদ! স্বেচ্ছায় অবসর নিতে হবে। বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবার এমনটাই জানাল ভারতের আসাম রাজ্যের সরকার।

আসাম পুলিশ ঘোষণা করেছে, শিগগিরই সে রাজ্যে ‘উপযুক্ত’ পুলিশ বাহিনী তৈরি করতে চলেছে সরকার। কারা সেই পুলিশ বাহিনীর জন্য ‘যোগ্য’ আর কারা ‘অযোগ্য’ তা জানতে সবার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ‘অযোগ্য’ হিসেবে প্রমাণিত হলে স্বেচ্ছায় অবসর নিতে হবে সেই পুলিশ সদস্যকে।

ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) এবং আসাম পুলিশ সার্ভিস (এপিএস) কর্মকর্তাদেরও স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আরো জানানো হয়েছে, নিজেদের সবল করে তুলতে সে রাজ্যের পুলিশ কর্মকর্তাদের ১৫ অগস্ট পর্যন্ত সময় দেওয়া হবে। তার পর থেকে শুরু হবে পরীক্ষা-নিরীক্ষা।

আসাম পুলিশের মহাপরিচালক জি পি সিং টুইটে লিখেছেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, আসাম পুলিশের সব সদস্যকে সুস্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আইপিএস এবং এপিএস কর্মকর্তাদেরও এই নির্দেশ দেওয়া হচ্ছে। ১৫ অগস্ট পর্যন্ত আইপিএস এবং এপিএস কর্মকর্তাসহ সব পুলিশ সদস্যকে স্বাস্থ্যের বিষয়ে সচেতন হওয়ার সময় দেওয়া হচ্ছে। তার পরের ১৫ দিনের মধ্যে পরীক্ষা শুরু হবে। যারা স্থূল, তাদের ওজন কমানোর জন্য আরো তিন মাস সময় দেওয়া হবে (নভেম্বরের শেষ পর্যন্ত)। যাদের প্রকৃত শারীরিক সমস্যা রয়েছে শুধু তাদেরই ছাড় দেওয়া হবে।’

আসামের পুলিশ প্রধান জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষার পর যে পুলিশ সদস্যরা ‘অযোগ্য’ বলে প্রমাণিত হবেন, তাদের সবল হতে আরো তিন মাস সময় দেওয়া হবে। তাতেও কোনো উন্নতি না হলে, স্বেচ্ছায় অবসর নিতে হবে সেই পুলিশ সদস্যদের। আগস্টে তিনি নিজেও স্বাস্থ্য পরীক্ষা করাবেন বলে জানিয়েছেন।

এপ্রিলের শুরুতে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা জানিয়েছিলেন, আসাম পুলিশে কর্মরত প্রায় ৩০০ জনকে অতিরিক্ত মদ্যপান করার জন্য স্বেচ্ছায় অবসর নিতে বলা হয়েছে। তার দাবি ছিল, ওই পুলিশ সদস্যরা অতিরিক্ত মদ্যপান করার কারণে পরিষেবায় প্রভাব পড়েছে।

হেমন্ত আরো জানিয়েছিলেন, স্বেচ্ছায় অবসর নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং শূন্যপদগুলোতে শিগগিরই নতুন নিয়োগ হবে। তার মধ্যেই আবার এই নতুন ঘোষণা আসাম পুলিশের।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY