বোমা হামলার হুমকি পেয়ে শতাধিক স্কুল খালি করল সার্বিয়া

Police officers block the street around the Vladislav Ribnikar school in the very center of Belgrade, Serbia, Wednesday, May 3, 2023. A teenage boy opened fire early Wednesday in a school in central Belgrade, causing injuries, Serbian police said. (AP Photo/Darko Vojinovic)

ছবি : এএফপি

সার্বিয়া বুধবার সকালে বোমা হামলার হুমকি পেয়ে রাজধানী বেলগ্রেডে ১০০টিরও বেশি স্কুল খালি করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৭৮টি প্রাথমিক বিদ্যালয় ও ৩৭টি উচ্চ বিদ্যালয় হুমকির মুখে পড়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ই-মেইলের মাধ্যমে হুমকি পাওয়ার পর তল্লাশি চালানোর জন্য পুলিশ দল মোতায়েন করা হয়েছে।

এ ছাড়াও শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় তদন্ত না হওয়া পর্যন্ত ক্লাস স্থগিত করা হয়েছে বলেও জানানো হয়েছে। তবে অনুসন্ধান সম্পূর্ণ হওয়ার পর কিছু বিদ্যালয়ে পরে কার্যক্রম চালু রাখা হয়।

মন্ত্রণালয় বলেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং স্কুলের অধ্যক্ষরা ক্রমাগত যোগাযোগ করছেন। বাকি স্কুলগুলোর জন্য ক্লাস আবার শুরু হলে অভিভাবকদের জানানো হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজ্য সচিব নেমাঞ্জা স্টারোভিক বলেছেন, গত বছরের শুরু থেকে হাজার হাজার অনুরূপ হুমকির খবর পাওয়া গেছে। তিনি সামাজিক মাধ্যম স্টারোভিচে বলেছেন, ‘এটি বেশ স্পষ্ট যে এটি সার্বিয়ার বিরুদ্ধে পরিচালিত ভয়ের একটি সাজানো প্রচারণা।’

সূত্র : আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY