ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অনুষ্ঠানের লক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মাজহারুল ইসলামকে ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-০২ এর জ্যেষ্ঠ সহকারী সচিব সূবর্ণা সরকার স্বাক্ষর করা একটি অফিস আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে; ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অনুষ্ঠানের লক্ষ্যে বাণিজ্য সংগঠন আইন, ২০১২ এর ১৭ ধারা মোতাবেক এই নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন জারির ছয় মাস মেয়াদের জন্য মাজহারুল ইসলামকে এই সংগঠনের প্রশাসক নিয়োগ করা হয়। তিনি এই সময়ের মধ্যে এই সংগঠনের নিয়মিত কার্যক্রম পরিচালনাসহ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত প্রতিনিধির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।

নোটিশে আরো বলা হয়, ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ’ বাণিজ্য মন্ত্রণালয় হতে লাইসেন্সপ্রাপ্ত একটি সংগঠন। বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এবং বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ ও সংগঠনের সংঘ স্মারক ও সংঘবিধি অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সংগঠনের চলমান কমিটি সংঘবিধির ৩৪ ও ৩৬ নং ধারা লঙ্ঘন করে একনাগারে ছয় বছরের বেশি সময়ের জন্য সংগঠনের সভাপতি পদে নির্বাচিত হয়ে আসছে এমন অভিযোগ পাওয়া গিয়েছে। এই অভিযোগের বিষয়ে তদন্ত করে মন্ত্রণালয় একটি প্রতিবেদন দেয়। এতে সংগঠনের বতর্মান কমিটি একাধারে ৪র্থ বারের মতো দায়িত্ব পালন করছে বলে প্রতিবেদনে উঠে আসে যা আইন অনুযায়ী সঠিক নয়।

তদন্ত প্রতিবেদনের আলোকে এই সংগঠনে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক কেন প্রশাসক নিয়োগ করা হবে না এ জন্য গত ১২ এপ্রিল কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এই প্রেক্ষাপটে দেওয়া নোটিশের জবাব বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এবং বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪-এর আলোকে গ্রহণ যোগ্য হয়নি। এ ছাড়া সংগঠনের সংঘবিধির কোনো পরিবর্তন বা সংশোধন ও মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ছিল না।

এই প্রেক্ষাপটে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মতে এই বাণিজ্য সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সরকার কমিটির কর্মকাণ্ড পরিচালনার জন্য এক বছরের অধিক নয় এমন মেয়াদের জন্য ১ (এক) জন প্রশাসক নিয়োগ করতে পারে।

LEAVE A REPLY