কুড়িলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

প্রতীকী ছবি

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় মো. বাবু (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ থেকে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আলী আকবর।

তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহটি রাতে হস্তান্তর করা হয়।

জানা গেছে, নিহত বাবু ভোলার লালমোহন উপজেলার বালুরচর গ্রামের মৃত মফিজুল হকের ছেলে। বর্তমানে তিনি ঢাকার কালাচাঁদপুরে থাকতেন। তিনি বেকার ছিলেন।

LEAVE A REPLY