প্রবাসী স্বামীকে লাইভে রেখে স্ত্রীর আত্মহত্যা

DSLR photo of deceased person laying on back, on table, covered in white sheet with toe tag attached. Selective focus fades to black background.

প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগে প্রবাসী স্বামীকে মুঠোফোনে লাইভে রেখে স্ত্রী নূপুর খাতুন (২৩) আত্মহত্যা করেছেন। সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরণ এ তথ্য জানিয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। 

সংবাদ পেয়ে সবুজবাগ থানা পুলিশের উপপরিদর্শক আজমিন নাহার ১৫৮ ওহাব কলোনির পাঁচতলা বাসার  নিচতলার ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় নূপুরের মরদেহ উদ্ধার করেন।

আইনি প্রক্রিয়া শেষে আজ রবিবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পরিবারের অন্যান্য লোকের সঙ্গে অভিমান করে স্বামীকে লাইভে রেখে সে আত্মহত্যা করে। ঐ বাসায় নূপুর স্বামীর সঙ্গে থাকতেন। চলতি বছর গত ১৮ মে  স্বামী থাইল্যান্ড চলে যান।

তিন দিন বাসায় তিনি একাই ছিলেন। দেড় বছর আগে তাদের বিয়ে হয়। 

বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার দত্তডাংগা গ্রামের আব্দুল মজিদ মোল্লা ও মা রাশিদা বেগমের মেয়ে নূপুর। নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার তিতাস চৌধুরীর স্ত্রী সে।

LEAVE A REPLY