যাত্রাবাড়ীতে মই থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

DSLR photo of deceased person laying on back, on table, covered in white sheet with toe tag attached. Selective focus fades to black background.

প্রতীকী ছবি

যাত্রাবাড়ীর সামাদনগরে একটি পাইপ কারখানার গোডাউন তৈরির কাজ করতে গিয়ে মই দিয়ে ওপরে ওঠার সময় নিচে পড়ে গিয়ে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। তার নাম মাইনুল ইসলাম (৩০)। 

আজ রবিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর দুপুর সোয়া ২টায় মৃত ঘোষণা করেন।

তার গ্রামের বাড়ি বরিশাল বলে জানা গেছে। তিনি শনির আখড়া এলাকায় থাকতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

গোডাউন নির্মাণের ঠিকাদার মো. জাকির হোসেন বলেন, ‘মাইনুল ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে ডেইলি মজুরিতে কাজ করত। একতলা পরিমাণ ওপরে ওয়েল্ডিং করার জন্য মই দিয়ে ওপরে ওঠার সময় নিচে পড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে আসি। মৃতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।


LEAVE A REPLY