বিশেষ চাহিদাসম্পন্নদের চলাচলে বিশেষ ব্যবস্থা কেন নয় : হাইকোর্ট

ফাইল ছবি

পার্ক, বিনোদনকেন্দ্র, শপিং মল, মার্কেট ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার ও তাদের চলাচল নির্বিঘ্ন করা নিয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

এসংক্রান্ত এক রিটে প্রাথমিক শুনানির পর বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার রুলসহ আদেশ দেন। 

‘পার্কে ঢুকতে দেওয়া হলো না বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে’ শিরোনামে গত ৭ মে একটি জাতীয় দৈনিক প্রতিবেদন প্রকাশ করে। এ প্রতিবেদনটি যুক্ত করে গত ১৫ মে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী তনয় কুমার সাহা ও ফয়সাল আহমেদ রনি।

বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশুকে রংপুর শহরের চিকলি ওয়াটার পার্কে ঢুকতে না দেওয়ায় পার্কটির ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩-এর বিধান অনুসারে ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে।

কিন্তু আদালত নির্দেশ না দিয়ে রুল জারি করেছেন। চিকলি ওয়াটার পার্কের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে। সেই সঙ্গে পার্ক, বিনোদনকেন্দ্র, শপিং কমপ্লেক্স, মার্কেট, রেস্টুরেন্ট এবং শিক্ষাপ্রতিষ্ঠানে হুইলচেয়ার দিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল নির্বিঘ্ন করতে র‌্যাম্প বা বিশেষ ব্যবস্থার নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

সমাজকল্যাণ সচিব, নারী ও শিশু শিশু মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, স্বরাষ্ট্রসচিব, রংপুর সিটি করপোরেশনের মেয়র, রংপুরের জেলা প্রশাসক, চিকলি ওয়াটার পার্কের ব্যবস্থাপনা পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

রিটের পক্ষে আইনজীবী তনয় সাহা নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান, সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

পার্কে ঢুকতে না দেওয়া ভুক্তোভোগী শিশুর মা’র আবেদনটি ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসককে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী তনয়।

LEAVE A REPLY