ফাইল ছবি
আশুলিয়ায় বিস্ফোরণে দগ্ধের ঘটনায় মো. সোহাগ (৬) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়াল। এর আগে গত ১৫ মে বিকেলে শিশুটির বাবা শরিফুল ইসলাম মারা যান।
আজ সোমবার (২২ মে) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ভোরে সোহাগের মৃত্যু হয়।
এ ঘটনায় আরো একজন চিকিৎসাধীন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, সোহাগের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছিল।
মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। নীলফামারীর জলঢাকা উপজেলার মৃত শরিফুল ইসলামের ছেলে সোহাগ।
১৩ মে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।আশুলিয়া