আফগানিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ পাইলট

আফগানিস্তানের উত্তর সামাঙ্গান প্রদেশে টহল দেওয়ার সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। ছবি : খামা প্রেস

আফগানিস্তানে বিমানবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। উত্তরাঞ্চলীয় সামাঙ্গান প্রদেশে টহল দেওয়ার সময় এমডি-৫৩০ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বিমানবাহিনীর হেলিকপ্টারটি সামাঙ্গন প্রদেশের খুলম জেলায় একটি উচ্চ-ভোল্টেজ বৈদ্যুতিক তারের সঙ্গে সংঘর্ষের পর প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছিল, যার ফলে হেলিকপ্টারের দুই পাইলট মারা গেছেন।

মন্ত্রণালয় নিহত পাইলটদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছে, এ ঘটনা নিয়ে একটি ব্যাপক তদন্ত চলছে।

এর আগে সামাঙ্গন প্রদেশের তালেবানের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান সাংবাদিকদের বলেছিলেন, প্রদেশের খুলম জেলায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

আফগানিস্তানে এই প্রথম কোনো সামরিক হেলিকপ্টার কারিগরি সমস্যার সম্মুখীন হয়ে শেষ পর্যন্ত বিধ্বস্ত হয় এবং এর পাইলটরা মারা যান। তবে ২০২১ সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর থেকে অজানা কারণে বেশ কয়েকটি বিমানবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

গত বছরের ১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের তৈরি একটি ব্ল্যাক হক হেলিকপ্টার কাবুলে সামরিক প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়। সে ঘটনায় অন্তত তিনজন আফগান ক্রু নিহত হন বলে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল।

তালেবান সরকারের হাতে কয়টি মার্কিন হেলিকপ্টার রয়েছে তা জানা যায়নি। গত বছরের আগস্টের মাঝামাঝি মার্কিন সমর্থিত আফগান সরকারের পতনের সঙ্গে সঙ্গে কয়েক ডজন আফগান পাইলট তাজিকিস্তান এবং উজবেকিস্তানসহ মধ্য এশিয়ার দেশগুলোতে পালিয়ে যান।

সূত্র : খামা প্রেস

LEAVE A REPLY