১৫০ পার করল দেব-মিঠুনের প্রজাপতি

দেব-মিঠুন চক্রবর্তী অভিনীত চলচ্চিত্র ‘প্রজাপতি’

বক্স অফিসে দেখতে দেখতে ১৫০ দিন পার করে ফেলল দেব-মিঠুন চক্রবর্তী অভিনীত চলচ্চিত্র প্রজাপতি। গত বছর ২৩ ডিসেম্বর বড়দিনের ছুটিতে মুক্তি পায় প্রজাপতি। তবে এখনও ছুটছে মিঠুন-দেবের ‘প্রজাপতি’র ঘোড়া। একদিনে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড গড়েছে এই সিনেমা।

বক্স অফিস রিপোর্ট বলছে এই ছবিটি এখনও পর্যন্ত ২০২২-এর সর্বোচ্চ আয়কারী সিনেমা।

বক্স অফিস রিপোর্ট অনুসারে, মিঠুন-দেবের প্রজাপতি বক্স অফিসে ১৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এখনও বহু সিনেমাহলে সিনেমাটি চলছে। দর্শকরা দেখতে চাইছেন বলেই এটি চালানো হচ্ছে।

1

এদিকে প্রজাপতির ১৫০ দিন পূর্তি উপলক্ষে রবিবারই দক্ষিণ কলকাতার একটি মাল্টিপ্লেক্সে টিম প্রজাপতির পক্ষ থেকে বিশেষ উদযাপনের আয়োজন করা হয়েছে। যেখানে থাকছেন সিনেমার সমস্ত কলাকুশলীরা। যদিও অভিনেতা, প্রযোজক দেব বিশেষ কিছু ব্যস্ততার কারণে এদিনের অনুষ্ঠানে থাকতে পারবেন না বলে জানা গেছে।

সিনেমাটির পরিচালক অভিজিৎ সেনের এটা ছিল দ্বিতীয় চলচ্চিত্র।

এর আগে অভিজিৎ সেনের ‘টনিক’ সিনেমাটিও ছিল সুপারহিট। এরপর ‘প্রজাপতি’ও সফল। সিনেমার ১০০ দিন পার করার পর পরিচালক অভিজিৎ সেন বলেছিলেন, ‘১০০ দিনের পার করেও বহু সিনেমাহলে এটি হাউজফুল ছিল। সিনেমা ভালো ভাবে চললে বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলগুলোও মাথা তুলে দাঁড়াতে পারে। শুধু বাংলায় নয় বেঙ্গালুরু, চেন্নাই, মহারাষ্ট্র, দিল্লিতেও হাউজফুল হয়েছে ‘প্রজাপতি’।

তাই সিনেমা ভাল হলে এটা অন্তত বোঝানো যায় যে বাংলা সিনেমাও জনপ্রিয়তা পাচ্ছে।’

প্রসঙ্গত ‘প্রজাপতি’তে দেব, মিঠুন ছাড়াও অভিনয় করেছেন মমতা শঙ্কর, শ্বেতা ভট্টাচার্য, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, খরাজ মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের সিনেমাটি প্রযোজনা করেছে।

LEAVE A REPLY