আইএম টঙ্গি
সঙ্গীত জগতে নতুন চ্যাম্পিয়ন পেল আমেরিকা। আমেরিকা এবং বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় সঙ্গীত রিয়েলিটি শো আমেরিকান আইডলের ২০২৩ সালের বিজয়ী নির্বাচিত হয়েছেন আইএম টঙ্গি।
দীর্ঘ কয়েক মাসের অডিশন, অসাধারন সব প্রতিভাবান সঙ্গীতশিল্পীর উপস্থিতি ও বিদায়, ক্যালিফোর্নিয়া এবং হাওয়াই ভ্রমণের পর রবিবার (২১ মে) রাতে আমেরিকা তার আইডল বেছে নিয়েছে।
রবিবার রাতে এবিসি’তে অনুষ্ঠিত ২১তম আমেরিকান আইডলের ফাইনালে তিন ফাইনালিস্ট – আইএম টঙ্গি, মেগান ড্যানিয়েল এবং কলিন স্টফ তাদের একক পারফরম্যান্স এবং ডুয়েটের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।
এরপর চূড়ান্ত দুই প্রতিযোগী হিসেবে টঙ্গি ও ড্যানিয়েলকে বেছে নেয় বিচারক ও আমেরিকার শ্রোতারা। তারপর বিজয়ী হিসেবে নাম ঘোষণা করা হয় জনপ্রিয় প্রতিযোগী টঙ্গির।

সুন্দর কন্ঠস্বর এবং নিজের জীবনের ট্র্যাজিক গল্প সহ হাওয়াইয়ের উচ্চ শিক্ষার্থী টঙ্গি সাম্প্রতিক মাসগুলোতে আইডলের বিচারক ও দর্শক শ্রোতাদের হৃদয় কেড়েছেন। প্রতিটি পারফরম্যান্সের সাথে টঙ্গির জনপ্রিয়তাও বেড়েছে।
ফাইনালে টঙ্গি কিথ আরবানের ‘মেকিং মেমরিজ অফ আস’, ‘কুল ডাউন’ পরিবেশন করেন। এরপর নিজের প্রয়াত পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে অশ্রুশিক্ত চোখে ‘আই উইল বি সিইং ইউ’ এবং জেমস ব্লান্টের সাথে জুটি বেঁধে ‘মনস্টার’ গেয়ে সকলকে মুগ্ধ করেন।
টঙ্গি এখন একটি রেকর্ডিং চুক্তির মাধ্যমে তার কর্মজীবন শুরু করতে যাচ্ছেন। বার্ষিক প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় একটি অ্যালবাম রেকর্ডিং এর চুক্তি ইতিমধ্যেই করা হয়েছে ভবিষ্যতের এই প্রতিভাবান শিল্পীর সাথে।