ঢামেকে কারাবন্দি এক হাজতির মৃত্যু

ফাইল ছবি

ছিনতাই মামলায় কারাবন্দি রাজু (২২) নামের এক হাজতির ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী মো. শাহিনসহ অন্যরা তাকে দুপুর ১টা ২৫ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, ‘মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেল সুপার সুভাষ চন্দ্র ঘোষ বলেন, ‘রাজু ছিনতাই মামলায় বন্দি ছিলেন। তিনি মাদকাসক্ত ছিলেন, তার হার্ট-লাং ক্ষতিগ্রস্ত ছিল। তিনি এর আগে কয়েকবার কারাগারে বন্দি ছিলেন।

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে থাকতেন তিনি। তার বাবার নাম জামাল। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়।’

LEAVE A REPLY