চাঁদপুরের মতলব দক্ষিণে কালভার্ট নির্মাণের ১১ দিনের মধ্যেই ধ্বসে পড়ছে।
সূত্রে জানা গেছে, এডিবির অর্থায়নে গ্রামীণ অবকাঠামো নির্মাণের আওতায় দুই লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের নন্দীখোলা বকচর সড়কের মুন্সিবাড়িসংলগ্ন ২৫ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থ কালভার্টটি।
মঙ্গলবার সন্ধ্যায় ওই কালভার্টটি ভেঙে যায়। এতে সরকারি অর্থ গচ্চা যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
নন্দীখোলার আবদুর রাজ্জাক ও আবদুল মালেকসহ স্থানীয়রা জানান, কালভার্টের কাজটি করেছেন নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা। তিনি অধিক লাভের আসায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে কালভার্টটি উদ্বোধনের আগেই ধসে পড়ে গেছে। এ কালভার্টটি দিয়ে নন্দীখোলা, বকচর পিতাম্বরদী, কাচিয়ারা ও নায়েরগাঁও এলাকার মানুষজন যাতায়াত করে। কালভার্টটি অনেক গুরুত্বপূর্ণ।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা বলেন, নিম্নমানের সামগ্রী নয়, যথাযথ সামগ্রী দিয়েই কালভার্টটি নির্মাণ করা হয়েছে। হয়তো রাজমিস্ত্রিদের বিচক্ষণতায় ত্রুটি ছিল। তাই এ ঘটনা ঘটেছে।
মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মজুমদার বলেন, বক্স কালভার্ট ঢালাই করার বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের জানানো হয়নি।