৪০ কুমির মিলে নিমেষেই শেষ করে দিল বৃদ্ধকে!

একটি কুমিরকে সরাতে গিয়ে কুমিরের ঘেরে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। ঘেরে থাকা ৪০টি কুমির তাকে ছিন্নভিন্ন করে খেয়ে ফেলে। তার শরীরের যে অবশিষ্ট টুকরাটি পাওয়া গিয়েছে সেখানেও কুমিরের কামড়ের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কম্বোডিয়ার একটি পারিবারিক কুমিরের খামারে।

পুলিশ জানায়, শুক্রবার নিজেদের পরিবারের সরীসৃপ খামারে ৭২ বছর বয়সী এই বৃদ্ধ একটি কুমিরকে খাঁচা থেকে বের করার চেষ্টা করছিলেন। ওই খাঁচায় একটি ডিম পড়ে ছিল সেটি নিতেই লাঠি দিয়ে কুমিরটিকে সরানোর চেষ্টা করছিলেন। কিন্তু লাঠিটি কামড়ে ধরে কুমিরটি এবং সামলাতে না পেরে কুমিরের ঘেরের মধ্যে পড়ে যায়। সরীসৃপরা যখন তাকে কামড়াতে শুরু করে তখন খামারের কংক্রিটের ঘের রক্তে ভেসে যায়।

সিম রিপ কমিউনের পুলিশ প্রধান মে স্যাভরি এএফপিকে বলেন, ‘তিনি যখন ডিম পাড়ার খাঁচা থেকে একটি কুমিরকে তাড়া করছিলেন তখন কুমিরটি লাঠির ওপর হামলা চালায় যার ফলে সে ঘেরের মধ্যে পড়ে যায়। তারপর অন্য কুমিরগুলো তার ওপর ঝাঁপিয়ে পড়ে। যতক্ষণ না সে মারা যায় ততক্ষণ তাকে তারা আক্রমণ করে। লোকটির দেহের অবশিষ্টাংশে কামড়ের চিহ্ন দিয়ে ভরা ছিল।

’ তিনি আরো বলেন, ওই ব্যক্তির একটি হাত কুমিরের দল কামড়ে গিলে ফেলেছে।

পুলিশ প্রধান বলেছেন, ২০১৯ সালে একই গ্রামে দুই বছর বয়সী এক শিশু পরিবারের সরীসৃপ খামারে কুমিরের আক্রমণে নিহত হয়েছিল। 

সূত্র : এনডিটিভি।
 

LEAVE A REPLY