কমতে পারে বৃষ্টি প্রবণতা, বজ্রপাতে নিহত ৬

দেশের ৩৯ জেলায় গতকাল শনিবার হালকা থেকে ভারি ঝড়-বৃষ্টি হয়েছে। এ সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। আজ রবিবার সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে একটি তাপপ্রবাহ আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

এদিকে গতকাল রাজধানীতে ৫৬ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে গেছে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘রবিবার (আজ) থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে এবং তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী কিছুদিন তাপমাত্রা বাড়ার এই প্রবণতা অব্যাহত থাকবে। এই মাসের শেষের দিকে বা আগামী মাসের শুরুর দিকে একটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আসতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রবিবার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আগামী দুই দিন (সোম ও মঙ্গলবার) বৃষ্টিপাত কমে আসার এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। পরের পাঁচ দিনে তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

বজ্রপাতে ছয়জনের মৃত্যু : 

গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে মুন্সীগঞ্জে দুজন, রাজবাড়ীতে একজন, সিরাজগঞ্জে একজন, পিরোজপুরে একজন ও ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে।

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দক্ষিণ কুসুমপুর মাদরাসা রোডে গতকাল দুপুরে বজ্রপাতে দুই অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের বটতলা এলাকার মো. জুম্মন (৪৫) ও কাউসার (৫০)।

রাজবাড়ীর পাংশা উপজেলায় মাঠে কাজ করার সময় গতকাল সকালে বজ্রপাতে আব্দুল খালেক মোল্লা (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

তাঁর বাড়ি উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামে।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর আঙ্গারু গ্রামে ধান কাটতে গিয়ে গতকাল সকালে সুলতান প্রামাণিক (৬০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

পিরোজপুরের স্বরূপকাঠিতে মাছ ধরতে গিয়ে মো. আলীম শেখ (৩৫) নামের এক জেলে গতকাল দুপুরে বজ্রপাতে মারা গেছেন। তাঁর বাড়ি উপজেলার ব্যসকাঠি গ্রামে। 

গতকাল বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রান্ধুনিকুড়া গ্রামে বজ্রপাতে নয়ন মিয়া (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার জুগলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

[প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি]

LEAVE A REPLY