অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব খোয়ালেন জুতা ব্যবসায়ী

ফাইল ছবি

রাজধানীর বংশালে মো. শাহিন মিয়া (৪০) নামের এক জুতা ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অর্ধ লাখ টাকা ও মোবাইল খুইয়েছেন। আজ সোমবার (২৯ মে) সিদ্দিকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তার পাকস্থলি ওয়াশ করার পর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

উদ্ধারকারী  আমির হোসেন জানিয়েছেন, গুলিস্তানে জাকের সুপারমার্কেটে শাহিনের জুতার দোকান রয়েছে। সিদ্দিকবাজারে তার বাসার সঙ্গে জুতার গোডাউন রয়েছে। তিনি বলেন, গতকাল টাকা-পয়সা কালেকশন করে বাসায় চলে যান তিনি। আজ সোমবার সকালে দোকানে যাওয়ার পথে রাস্তায় একটি কোক খেয়েছিলেন।

পরে আর তেমন কিছু বলতে পারেননি। তার কাছে থাকা হাতব্যাগটি খোয়া যায়। তিনি বলেন, সেখানে আনুমানিক  ৫০ থেকে ৬০ হাজার টাকা ছিল। সাথে একটি মোবাইল ফোন।

তার ধারণা, অজ্ঞান পার্টির সদস্যরা তাকে কৌশলে অজ্ঞান করে সব কিছু নিয়ে গেছে। তিনি বলেন, ‘আমরা সংবাদ পেয়ে তাকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তার বাবার নাম মো. জমির উদ্দিন। তিনি বংশাল সিদ্দিকবাজার এলাকায় থাকেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, জুতা ব্যবসায়ী বর্তমানে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন।

LEAVE A REPLY