সংগৃহীত ছবি
ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মার্ট এডুকেশন সিস্টেম তৈরি করাই রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। শনিবার (৩ জুন) মিরপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, স্মার্ট এডুকেশন সিস্টেমের ভিত্তিমূল তৈরি করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছেন। এখন প্রধানমন্ত্রীর পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ।
আর এ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট এডুকেশন সিস্টেম গড়ে তোলার জন্য শেখ হাসিনার সরকার নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
তিনি বলেন, সরকারের রুপকল্প ২০৪১ বাস্তবায়নের সহায়ক হিসেবে চতুর্থ শিল্প বিপ্লব ও পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার চ্যলেঞ্জ মোকাবেলা করতে সক্ষম তরুণ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত জাতীয় শিক্ষাক্রম উন্নয়ন ও পরিমার্জনের জন্য ‘জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২০২১’ প্রণয়ন করা হয়েছে এবং তা জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি কর্তৃক অনুমোদন লাভ করেছে।
২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান যুবলীগ সাধারণ সম্পাদক।