শনির আখড়ায় নির্মীয়মাণ ভবন থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

DSLR photo of deceased person laying on back, on table, covered in white sheet with toe tag attached. Selective focus fades to black background.

প্রতীকী ছবি

রাজধানীর শনির আখড়ায় নির্মীয়মাণ ভবনের পাঁচ তলা থেকে পড়ে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। তার নাম শহিদুল সিকদার (৫০)। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে পাঁচ তলার ছাদে পানি দিতে যান শহিদুল।

সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যান। গুরুতর অবস্থায় উদ্ধার করে সকাল ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মৃতের মামাতো ভাই শামীম হোসেন বলেন, নির্মীয়মাণ ওই ভবনে শহিদুল নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। ভবনটি ১০ তলা হবে। পাঁচ তলা পর্যন্ত তৈরি হয়েছে।

মৃত শহিদুল পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া গ্রামের মৃত জব্বার শিকদারের ছেলে।

কদমতলী থানাধীন শনির আখড়ায় নির্মীয়মাণ ওই ভবনে থাকতেন তিনি। শহিদুল এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

LEAVE A REPLY