ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তারা হচ্ছেন রিকশাচালক সালাম মণ্ডল (৫৫), ৭০ শতাংশ দগ্ধ; তার স্ত্রী গার্মেন্টকর্মী  বুলবুলি বেগম (৪৫ ), ২৫ শতাংশ দগ্ধ; ছেলে মো. টুটুল (২৫), ৬০ শতাংশ দগ্ধ; মেয়ে  সনিয়া আক্তার (২২) ৪২ শতাংশ দগ্ধ ও নাতনি মোহেজাবিন (৭) ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। 

সত্যতা নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম।

তিনি বলেন, দগ্ধ পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক। 

ফতুল্লার কাশিপুর শেখবাড়ির মালিক সোহাগ বলেন, আজ শুক্রবার সকাল আনুমানিক সকাল ৮টার দিকে একটি বিস্ফোরণের শব্দ হয়, এরপর তাদের ওই রুমে আগুন লেগে যায়। আমরা গিয়ে তাদের উদ্ধার করি। 

তিনি বলেন, চার্জার ফ্যান বিস্ফোরিত হয়ে আগুন লাগতে পারে বলে ধারণা করছি আমরা।

তিনি আরো বলেন, পরিবারটির বাসার রুম অগোছালো দেখা গেছে।  আজ শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় তারা সবাই ঘুমিয়ে ছিল। 

তিনি বলেন, ধারণা করছি, চার্জার ফ্যান থেকে আগুনের সূত্রপাত হয়ে ছড়িয়ে পড়ে গোটা ঘরে। বাড়িটি একতলা ছাদ দেওয়া।

দগ্ধ ওই পরিবারের গ্রামের বাড়ি নাটোর জেলায়। 

LEAVE A REPLY