ভাটারায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ফাইল ছবি

রাজধানীর ভাটারা থানা এলাকায়  সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় পড়ে ছিলেন মো: ইমরান (২৮) নামে এক প্লাস্টিক  কারখানার সুপারভাইজার। গতকাল বৃহস্পতিবার (৮ জুন) রাতে ঘটনাটি ঘটে। 

পথচারী এক শিক্ষার্থী মাহমুদুল হাসান তাকে রাস্তা থেকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ও পরে সেখান থেকে বাংলাদেশ মেডিক্যাল, পরে রাত এগারোটার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরিক্ষা নিরিক্ষার পর মৃত ঘোষণা করেন। 

উদ্ধারকারী মাহমুদুল জানান, রাত আনুমানিক সাড়ে আটটার দিকে নতুন বাজার ও বসুন্ধরার মাঝামাঝি মেইন সড়কে দূর্ঘটনায় আহত অবস্থায় পড়ে ছিল।

পরে একটি প্রাইভেটকার চালক লোকটিকে বাচাতে রাস্তায় ব্যারিকেট দিয়ে রাখেন। পরে আমি সহ আর-ও কয়েক জন লোক তাকে উদ্ধার করে সিএনজি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যাই। 

এদিকে সংবাদ শুনে হাসপাতালে ছুটে যান তার বড় ভাই মনির হোসেন। তিনি বলেন, কিভাবে কোথায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে আমরা দেখি নাই, শুনেছি।

বরগুনা জেলার বেতাগী উপজেলার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে ইমরান। সাত ভাই চার বোনের মধ্যে সে ছিল সবার ছোট। তিনি বলেন, গুলশান নতুন বাজার বালুর মাঠ এলাকায় থাকতো। সেখানেই একটি প্লাস্টিকের কারখানায় কাজ করতো।

গত দুই মাস আগে তাকে বিয়ে করানো হয়েছিল। 

ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।

LEAVE A REPLY