ট্রেন দুর্ঘটনা নিয়ে কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনা নিয়ে কবিতা লিখেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ‘ট্রেন দুর্ঘটনা’ শিরোনামে কবিতাটি সামাজি যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়।

কবিতার শুরুতেই মমতা লিখেছেন, ‘এক অজানা দীর্ঘশ্বাস/ ব্যথা বেদনায় শোকাতুর নাভিশ্বাস।’ তিনি লিখেছেন, ‘এখনও ভাসছে ঘ্রাণে দুর্গন্ধ/ লাশকাটা ঘরে ওরা ঘুমোচ্ছে/ একেবারে শেষ ঘুম।

’ গত সপ্তাহে ওড়িশার বালেশ্বরে এই ট্রেন দুর্ঘটনায় প্রাণ যায় ২৮৮ জনের। ট্রেন দুর্ঘটনার পর বালেশ্বরের কাছে বাহানাগার যে ভয়াবহ দৃশ্য প্রকাশ্যে এসেছিল, তারই প্রতিচ্ছবি রয়েছে মুখ্যমন্ত্রীর কবিতায়। ট্রেন দুর্ঘটনার পর দিনই দুর্ঘটনাস্থলে গিয়েছিলেন মমতা। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘আমাদের কাছে যেটা খবর, ট্রেনের ৬০ শতাংশ লোকই বাংলার।

’ 

তিনি দ্বিতীয় দফায় ওড়িশায় গিয়েছিলেন এবং হাসপাতালে ভর্তি এ রাজ্যের বাসিন্দাদের সঙ্গে দেখা করেন। সেখানে মমতা জানান, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের ১০৩ জনের দেহ শনাক্ত হয়েছে। নিখোঁজ রাজ্যের ৩১ জন যাত্রী। তিনি অভিযোগ করেছিলেন,  রেলের গাফিলতির জন্যই এত বড় ঘটনা ঘটেছে।

বহু মানুষের প্রাণ গেলেও  ঘটনায় প্রকৃত নিহতের সংখ্যা আড়াল করা হয়েছে ।

সূত্র : আনন্দবাজার

LEAVE A REPLY