ব্যাংক কম্পানি সংশোধন বিল পাসের সুপারিশ সংসদীয় কমিটির

ফাইল ছবি

ব্যাংক কম্পানি আইন সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে উত্থাপিত বিল পাসের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে গৃহীত এই সুপারিশ সম্বলিত প্রতিবেদন সংসদে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী। বৈঠকে কমিটির সদস্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মো. আব্দুস শহীদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও কাজী নাবিল আহমেদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে ‘ব্যাংক-কম্পানি (সংশোধন) বিল-২০২৩’ পাসের সুপারিশ ছাড়াও ‘আয়কর বিল- ২০২৩’ নিয়ে আলোচনা হয়। বিলটি নিয়ে আলোচনার মাধ্যমে সুপারিশ খাতে চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনায় ওই বিলের দফা ২(৮৭), ২৬৪(৩)(২২) এবং ষষ্ঠ তফসিলের প্রস্তাবিত ২৭ নং দফায় সংশোধনী প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

LEAVE A REPLY