শরীয়তপুরের বিচারক ও দুই পুলিশ কর্মকর্তাকে হাইকোর্টে তলব

ছিনতাই মামলার জামিনে থাকা আসামিদের নির্যাতনের অভিযোগের ব্যাখ্যা জানতে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) রাসেল মনির ও সদ্য প্রত্যাহার হওয়া পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে তলব করেছেন হাইকোর্ট।

সেই সঙ্গে উচ্চ আদালত থেকে জামিনে থাকার পরও আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়ায় সেখানকার মুখ্য বিচারিক হাকিমকেও (সিজেএম) তলব করা হয়েছে। আগামী ১৬ জুলাই আদালতে হাজির হয়ে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা চেয়ে সোমবার হাইকোর্টে এক আসামি আবেদন করেন।

মঙ্গলবার (১৩ জুন) শুনানির পর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তলবের পাশাপাশি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও শরীয়তপুরের পুলিশ সুপারকে এ ঘটনায় তাদের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মুজিবুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

বিস্তারিত আসছে…

LEAVE A REPLY