সরকারি দায়িত্ব পালনে আপাদমস্তক শুদ্ধাচারী হতে হবে

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। ফাইল ছবি

সরকারি দায়িত্ব পালনে নিষ্ঠা এবং সরকারি যানবাহন ও সম্পদ ব্যবহারে কঠোর সততা বজায় রেখে নিজেকে আপাদমস্তক শুদ্ধাচারী হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।

আজ মঙ্গলবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তাদের জন্য আয়োজিত ‘মূল্যবোধ ও শুদ্ধাচার’ শীর্ষক অধিবেশনে তিনি এসব কথা বলেন। এর আগে গতকাল সোমবার একই বিষয়ে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) কর্মকর্তাদের জন্য আয়োজিত অধিবেশনে বক্তব্য দেন মুনীর চৌধুরী।

মুনীর চৌধুরী বলেন, শুধু সকাল ৯টা থেকে বিকেল ৫টা চাকরির জন্য সরকারি দপ্তর নয়।

প্রতিদিনের কাজ প্রতিদিন সম্পন্ন করতে হবে, সরকারি কেনাকাটায় কোনোভাবেই অপচয় ও আত্মসাতের ঘটনা যেন না ঘটে, সে সম্পর্কে নিজেকে কঠোরভাবে সৎ থাকতে হবে। একবার ঘুষ বা দুর্নীতির প্রলোভনে পড়ে গেলে আর সুপথে ফেরা যায় না, লোভ-লালসার দুর্নিবার আকর্ষণে অতল গহ্বরে মানুষ তলিয়ে যায়। লোভের জীবন সরকারি কর্মকর্তাদের ধ্বংসের পথ প্রশস্ত করে। অতঃপর মৃত্যুর পরে অনিবার্যভাবে মহান স্রষ্টা আল্লাহর আদালতে অবশ্যই শাস্তি পেতে হবে, এটি অবধারিত সত্য।

সৎ উপার্জনে যে মানসিক প্রশান্তি, তা অতুলনীয়। 

বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক বলেন, যেকোনো দুর্নীতির ঘটনা দেখামাত্র সাহসিকতা নিয়ে প্রতিরোধ করতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। এছাড়া সরকারি যানবাহন ব্যক্তিগত কাজে ব্যবহার করলে তার বিপরীতে জ্বালানি তেলের মূল্য সরকারি কোষাগারে জমা দিতে হবে। নিজে শুদ্ধাচারী না হয়ে অন্যকে শুদ্ধাচারী হওয়ার আহ্বান জানানো সবচেয়ে বড় প্রতারণা।

নিজে শুদ্ধাচারী হলে সর্বস্তরে নৈতিক কর্তৃত্ব আপনা-আপনিই প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমৃত্যু সৎ থাকতে হবে এবং সৎ জীবনের সার্টিফিকেট নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হওয়াই মানব জীবনের সার্থকতা।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।                  

LEAVE A REPLY