থ্যালাসেমিয়ার বিস্তার রোধে হাইকোর্টে রিট

ফাইল ছবি

বংশগত রক্তস্বল্পতাজনিত রোগ থ্যালাসেমিয়ার বিস্তার রোধে নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। 

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ -এইচআরপিবির পক্ষে আজ বৃহস্পতিবার রিটটি দায়ের করেন আইনজীবী মনজিল মোরসেদ।

পরে এ আইনজীবী কালের কণ্ঠকে বলেন, ‘আগামী সপ্তাহে এখতিয়ার সম্পন্ন বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে।’ 

থ্যালাসেমিয়ার বিস্তার রোধে কার্যকরী ব্যবস্থা নিতে এবং বিয়ে নিবন্ধন ফরমে পাত্র-পাত্রীর থ্যালাসেমিয়া সংক্রান্ত তথ্য রাখাতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে রুল চাওয়া হয়েছে রিটে।

সেই সঙ্গে থ্যালাসেমিয়া বিস্তার রোধে নীতিমালা তৈরি করতে সাত সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। আর গঠনের ৯০ দিনের মধ্যে এ কমিটি যাতে আদালতে খসড়া নীতিমালা দাখিল করে, সে নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। এছাড়া থ্যালাসেমিয়ার বিস্তার রোধে ব্যাপক প্রচারণা চালানোর নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে।

LEAVE A REPLY