অধিকৃত ইউক্রেনে সেপ্টেম্বরে স্থানীয় নির্বাচন

রাশিয়ার অধিকৃত ইউক্রেনের চার অঞ্চলে এবার স্থানীয় নির্বাচন। ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ক আর দক্ষিণাঞ্চলের জাপোরিঝঝিয়া ও খেরসনে চলতি বছরের সেপ্টেম্বরে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার টেলিগ্রাম বিবৃতিতে এ ঘোষণা দেয় রাশিয়ার নির্বাচন কমিশন। 

নির্বাচন কমিশনের বিবৃতিতে বলা হয়, ‘১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে একক ভোটের দিনে রুশ ফেডারেশনের নতুন অঞ্চলগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

একই অঞ্চলগুলোতে গত বছর রাশিয়ার তত্ত্বাবধানে পাঁচ দিনব্যাপী গণভোট অনুষ্ঠিত হয়েছিল। যার ফলাফল প্রকাশিত হয়েছিল সে বছরের ২৭ সেপ্টেম্বর। সে সময় ৯৬ শতাংশেরও বেশি ভোটার রাশিয়ার শাসনাধীনে যাওয়ার পক্ষে ভোট দিয়েছিলেন। 
 
এদিকে বৃহস্পতিবার রাতভর পালটাপালটি হামলা চালিয়েছে কিয়েভ-ক্রিমিয়া। ইউক্রেন বলছে কিয়েভে চালোনো রাতের ওই হামলায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ২০টি বিস্ফোরক ড্রোন ভূপাতিত করেছে সেনাবাহিনী । তবে আরও তিনটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের মধ্য-পূর্ব দিনেপ্রোপেট্রোভস্ক অঞ্চলে ‘শিল্প স্থাপনায়’ আঘাত করেছে বলে জানিয়েছে দেশটি। একই সুরে কথা বলছে রাশিয়া। অধিকৃত ক্রিমিয়ায় গভীর রাতে চালানো কিয়েভের হামলায় রুশ বাহিনী নয়টি ড্রোন ভূপাতিত করেছে। তবে একটি ড্রোন উপদ্বীপটির কেন্দ্রের একটি গ্রামে আঘাত করেছে বলে জানা যায়। হামলায় অঞ্চলটির বেশ কয়েকটি বাড়ির জানালা ভেঙে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। 

LEAVE A REPLY