টানা দুই হারের পর ব্রাজিলের দাপুটে জয়

কাতার বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ক্রোয়েশিয়ার ব্পিক্ষে টাইব্রেকারে হেরে স্বপ্ন ভঙ্গ হয় ব্রাজিলের। 

এরপর গত মার্চে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। 

টানা দুই হারের পর শনিবার রাতে প্রীতি ম্যাচে গিনির বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে জয় পেল ব্রাজিল।

কোচ রামোন মেনেজেসের প্রথম জয়। বিশ্বকাপ ব্যর্থতায় তিতে দায়িত্ব ছাড়ার পর ব্রাজিলের হাল ধরেন রামোন। 

শনিবার রাতে বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে জোয়েলিনতন, রদ্রিগো, এদের মিলিতাও আর ভিনিসিউস জুনিয়রের গোলে জয় পায় রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। 

আগামী মঙ্গলবার সেনেগালের মুখোমুখি হবে ব্রাজিল। বর্ণবাদবিরোধী অভিযানে ভিনিসিউসের সমর্থনে এই ম্যাচগুলো খেলছে তারা। 

শনিবার শুরু থেকেই ব্রাজিলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে গিনি। খেলার ২৭তম মিনিটে জোয়েলিনতন নিখুঁত শটে গোল নিশ্চিত করেন। 

৩০তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। ৩৬তম মিনিটে ফরোয়ার্ড সেরহো গিরাসি অনেকটা লাফিয়ে হেডে গোল নিশ্চিত করেন। 

প্রথমার্ধের খেলা ২-১ শেষ হয়। 

দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৭তম মিনিটে পাকেতার ফ্রি কিকে হেডে গোল নিশ্চিত করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন মিলিতাও।

৮৮তম মিনিটে স্পট কিক থেকে গোল করে ৪-১ ব্রাজিলের জয় নিশ্চিত করেন ভিনিসিউস। 

LEAVE A REPLY