ফাইল ছবি
রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ১৬ বছর বয়সী একটি জেব্রা মারা গেছে। রবিবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে জেব্রাটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রাত ১২টার দিকে বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার।
তিনি বলেন, ১৬ বছর বয়সী ওই জেব্রা গত পাঁচ দিন ধরে অসুস্থ ছিল।
মেডিক্যাল বোর্ড বসিয়ে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবশেষে জেব্রাটি রাতে মারা যায়। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়া বর্তমানে চিড়িয়াখানায় বর্তমানে ৭টি জেব্রা রয়েছে বলে জানান পরিচালক রফিকুল ইসলাম।