দ্বিতীয় দিনে কত আয় করল আদিপুরুষ?

‘আদিপুরুষ’

মুক্তির প্রথম দিনেই ১৪০ কোটি রুপি আয় করার পর দ্বিতীয় দিনেও আয়ের ধারা অব্যাহত রয়েছে প্রভাসের মহাকাব্যিক চলচ্চিত্র ‘আদিপুরুষ’-এর। দ্বিতীয় দিন ভারতে ৬৫ কোটি রুপি তুলে নিয়েছে সিনেমাটি। হিন্দি বেল্টেও ভালো আয় করেছে এটি। দ্বিতীয় দিনে হিন্দি বেল্ট থেকেই ৩৭ কোটি রুপি আয় করেছে আদিপুরুষ।

তেলুগু সংস্করণ থেকে আয় করেছে ২৬ কোটি রুপি।

মুক্তির পর থেকে আদিপুরুষ অনেক সমালোচনা ও ট্রোলিংয়ের সম্মুখীন হয়েছে, বিশেষ করে এর ভিজ্যুয়াল এফেক্ট এবং সংলাপের জন্য। ছত্তিশগড়ের মানেন্দ্রগড়-চিরমিরি-ভরতপুর জেলায় সিনেমাটি প্রদর্শনে জাতীয়ভাবে নিষিদ্ধের দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে এত মিশ্র পর্যালোচনা সত্ত্বেও সিনেমাটি বক্স অফিসে ভালো পারফর্ম করেছে।

1

বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেলের মতে, চলচ্চিত্রটি দ্বিতীয় দিনে বিশ্বব্যাপী মোট ১০০ কোটি রুপি আয় করেছে। যার ফলে বিশ্বব্যাপী এর দুই দিনে আয় দাঁড়িয়েছে ২৪০ কোটি রুপি। এ বছর শাহরুখ খানের পাঠানের বিশ্বব্যাপী দুই দিনের আয় ছিল ২১৯ কোটি রুপি। এদিক থেকে পাঠানকে টপকে গেছে আদিপুরুষ।

৫০০ কোটি রুপিতে নির্মিত সিনেমাটি প্রথম সপ্তাহেই আনুমানিক ৪০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকরা। এর আগে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুসারে এবং বক্স অফিস তথ্য মতে, মুক্তির আগেই বিভিন্ন রাইটস থেকে প্রায় ৪৩২ কোটি রুপি আয় করে নিয়েছে আদিপুরুষ। মুক্তির পর নেগেটিভ পর্যালোচনার মুখে পড়েও সিনেমাটি রীতিমতো ঝড়ের গতিতে ছুটে চলেছে। বক্স অফিসে আদিপুরুষ ঝড় কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার বিষয়।

ওম রাউতের লেখা ও পরিচালনায় ‘আদিপুরুষ’-এ দেবতা রামের ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস।

লঙ্কেশ্বর রাবণের চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খান। মাতা জানকির ভূমিকায় অভিনয় করেছেন কৃতি স্যানন। মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিত ‘আদিপুরুষ’। প্রযোজনা করেছে টি-সিরিজ এবং রেট্রোফাইলস।

সূত্র : স্যাকনিল্ক, দি ইন্ডিয়ান এক্সপ্রেস

LEAVE A REPLY