বিয়ে করলেন করণ দেওল ও দ্রিশা আচার্য
পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রেমিকা দ্রিশা আচার্যের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সানি দেওলের ছেলে করণ দেওল। অনুষ্ঠানে তাদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। ১৫ থেকে ১৭ জুনের মধ্যে সংগীত, মেহেন্দি ও হলদি অনুষ্ঠান হয়েছিল। শুধু ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ের আয়োজন হলেও করণের বরযাত্রী হিসেবে বাবা সানি দেওল, চাচা ববি দেওল ও অভয় দেওল এবং দাদা ধর্মেন্দ্র ঢোলের বাজনায় নেচে সকলকে মুগ্ধ করেছেন।
১৮ জুন দুপুরে সাত পাকে বাঁধা পড়েন করণ দেওল ও দ্রিশা আচার্য।

এর আগে ১৬ জুন এই দম্পতির জন্য একটি সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দেওল পরিবার অনুষ্ঠানে তাদের অভ্যন্তরীণ রকস্টারদের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং অনুষ্ঠানের প্রায় প্রতিটি ভিডিও ভাইরাল হয়েছিল। ধর্মেন্দ্রকে তার নাতি করণের সঙ্গে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ গানে নাচতে দেখা গেছে।
সানি দেওল তার ব্লকবাস্টার চলচ্চিত্র ‘গাদার’ থেকে ‘মে নিকলা গাড্ডি লেকে’ গানে তারা সিং সেজে পারফর্ম করেছেন। ববি দেওল স্ত্রী তানিয়ার সাথে তার আইকনিক ট্র্যাক ‘হামকো সিরফ তুমসে প্যায়ার হ্যা’ গানে নেচে মুগ্ধ করেছেন উপস্থিত সকলকে।
দেওল পরিবার ১৮ জুন সন্ধ্যায় তাদের বলিউড বন্ধুদের জন্য একটি সংবর্ধনার পরিকল্পনা করেছেন বলে জানা গেছে। সেখানে উপস্থিত থাকবেন বলিউডের মহারথীরা।