হলিউডে আলিয়া, আসছে ‘হার্ট অফ স্টোন’

গাল গ্যাডট, জেমি ডরনান ও আলিয়া ভাট

হলিউডে অভিষেক হতে যাচ্ছে জনপ্রিয় বলিউড অভিনেত্রী ও ভাটকন্যা আলিয়া ভাটের। হলিউড অভিনেত্রী গাল গ্যাডট ও জেমি ডরনানের সাথে প্রথম চলচ্চিত্র ‘হার্ট অফ স্টোন’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে। আর ট্রেলারে মুগ্ধতা ছড়িয়েছেন আলিয়া ভাট।

আড়াই মিনিটের ট্রেলারে খলনায়িকার ভূমিকায় গাল গ্যাডটকে রীতিমতো হয়রান করেছেন আলিয়া ভাট।

ট্রেলারে মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিতিতেই নিজের দাপট দেখিয়েছেন অভিনেত্রী। আলিয়া ভাটকে এখানে এক হ্যাকারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ট্রেলারেই তার ইঙ্গিত পাওয়া গেছে। যদিও ট্রেলারের প্রথম ঝলকে আলিয়ার কোনো অ্যাকশন সিকোয়েন্স দেখা যায়নি, তবে এই সিনেমায় অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন তিনি।

সিনেমাটির শুটিংয়ের সময় তিনি গর্ভবতী ছিলেন। 

আলিয়া ভাট বর্তমানে নেটফ্লিক্সের টুডাম ইভেন্টের জন্য ব্রাজিলে রয়েছেন। এদিকে ট্রেলার প্রকাশ্যে আসতেই বলিউড অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ সবাই। আলিয়া ভক্তরা দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রীর এই নতুন চলচ্চিত্রের ট্রেলারে।

কেউ কেউ বলছেন, ‘হলিউডে নিয়মিত হবেন আলিয়া।’ কারো মতে, ‘নিজের প্রথম চলচ্চিত্রেই বিশ্বব্যাপী ভক্তদের মন জয় করতে যাচ্ছেন রণবীরবধূ।’ কেউ বা বলছেন, ‘গাল গ্যাডটের সাথে সমানতালে লড়বেন আলিয়া ভাট। বলিউডের নায়িকাও অ্যাকশনে কম যায় না।’

গ্রেগ রুকা এবং অ্যালিসন শ্রোডারের চিত্রনাট্যে ‘হার্ট অফ স্টোন’ পরিচালনা করেছেন টম হার্পার।

প্রযোজনা করছেন স্কাইড্যান্সের পক্ষ থেকে ডেভিড এলিসন, ডানা গোল্ডবার্গ, ডন গ্রেঞ্জার এবং মকিংবার্ডের পক্ষ থেকে বনি কার্টিস, জুলি লিন এবং পাইলট ওয়েভের পক্ষ থেকে গ্যাডট এবং জ্যারন ভারসানো। সুপারস্পাই অ্যাকশন থ্রিলার সিনেমাটিতে অভিনয় করছেন গাল গ্যাডট, জেমি ডরনান, আলিয়া ভাট, ম্যাথিয়াস শোয়েগফার। ১১ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY