মুখ ঢেকে আদালতে আমিশা প্যাটেল, জামিন মঞ্জুর

আমিশা প্যাটেল

দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন আমিশা প্যাটেল। তার ক্যারিয়ারের অন্যতম ব্লকবাস্টার চলচ্চিত্র ‘গাদার’-এর সিক্যুয়েল দিয়েই বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী। সানি দেওলের সাথে সখিনা চরিত্রে দেখা যাবে তাকে। জোরেশোরে চলছে সিনেমার প্রচারণা।

এরই মধ্যে বিতর্কে জড়ালেন অভিনেত্রী। হাজির হতে হলো আদালতে।

একটি আর্থিক মামলায় দীর্ঘ কয়েক বছর ধরে জটিলতার মধ্যে দিন কাটাচ্ছেন আমিশা। অবশেষে শনিবার চেক বাউন্স মামলায় রাঁচি সিভিল কোর্টে আত্মসপর্মণ করলেন অভিনেত্রী।

এর পরই বিচারক তাকে শর্তসাপেক্ষে জামিন দেন।

1

জানা গেছে, ২০১৮ সালে ঝাড়খণ্ডের হার্মু গ্রাউন্ডে একটি অনুষ্ঠানে যান আমিশা। অজয় কুমার সিং নামে এক ব্যবসায়ীর সঙ্গে সেখানে দেখা হয় অভিনেত্রীর। সিনেমা প্রযোজনা নিয়ে কথা হয় তাদের।

ওই ব্যবসায়ী অর্থ প্রদান করেন। কিন্তু সিনেমাটি তৈরি হয়নি। শেষে ওই ব্যবসায়ী আমিশাকে টাকা ফেরত দেওয়ার কথা বলেন। এরপর ২০২১ সালে আমিশা আড়াই কোটি টাকার একটি চেক পাঠান তাকে। কিন্তু ব্যাংকে সেই চেক বাউন্স করে।

তার পরই আদালতে অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী। 

শনিবার ওড়না দিয়ে মুখ ঢেকে আদালত চত্বরে পৌঁছেন আমিশা প্যাটেল। সেখানে বিচারকের সামনে তিনি আত্মসমপর্ণ করার পর শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর করেন আদালত। আগামী ২১ জুন মামলার পরবর্তী শুনানিতে আমিশাকে সশরীরে কোর্টে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারক। 

হৃতিকের বিপরীতে সুপারহিট চলচ্চিত্র ‘কাহো না পেয়ার হ্যায়’ দিয়ে বলিউডে পা রাখা এই অভিনেত্রীর ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ হয়নি। বেশি কিছু চলচ্চিত্রে অভিনয় করলেও নিজের অবস্থান গড়তে পারেননি আমিশা। তবে ২০০১ সালে সানি দেওলের সঙ্গে ‘গাদার’ অভিনেত্রীর ক্যারিয়ারে অন্যতম মাইলফলক হয়ে যায়। এবার সেই সিনেমার সিক্যুয়েলেই পর্দায় ফিরছেন আমিশা। ১১ আগস্ট মুক্তি পাবে ‘গাদার ২’।

সূত্র : কইমই ডটকম

LEAVE A REPLY