ব্যবসায়ীদের ঈদ আনন্দ পুড়ে ছাই

কুমিল্লা-সিলেট মহাসড়কসংলগ্ন বুড়িচং কংশনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল ১৫ দোকান। 

বুধবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩ ঘণ্টা সময় লেগেছে। ঈদের আগে এমন দুর্ঘটনা দুঃখজনক। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ব্যবসায়ীদের সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে। 

কুমিল্লা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, মার্কেটের মাঝখান দিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা সময় লেগেছে।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ওসি ইসমাইল হোসেন যুগান্তরকে বলেন, ঈদের আনন্দ শেষ হয়ে গেল ব্যবসায়ীদের। প্রায় ১৫-২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

LEAVE A REPLY