আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ধাওয়া পালটা ধাওয়া, টিয়ারশেল

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে শুক্রবার টাঙ্গাইলের মধুপুর উপজেলা শহরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার জন্য ৯ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু এবং পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র সিদ্দীক হোসেন খানের নেতৃত্বে পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন হয়।

সরোয়ার আলম খান রাত ৮টায় তার বাসায় এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের অনুরোধে স্থান পরিবর্তন করে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে বিকেলে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু মুর‌্যালে পুস্তক অর্পণ করতে যান। এ সময়ে পৌর আওয়ামী লীগের সভাপতি এবং পৌর মেয়র সিদ্দিক হোসেন খানের কর্মী সমর্থকরা তার বাসায় হামলা চালায়। এ সময় তার সরকারি গাড়ি ভাংচুর করা হয়। তার বাসার পাশে কাজী ডিজিটাল হাসপাতালের সামনে রাখা শতাধিক মোটরসাইকেল এবং একটি বেসরকারি কোম্পানির প্রাইভেটকার ভাংচুর করা হয়।

তিনি আরও জানান, তার বাসার সামনে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পূর্ব নির্ধারিত আলোচনা সভা ছিল। দলীয় নেতাকর্মীরা এ সভায় আসার পথে হামলা চালানো হয়। এতে তার ৬০-৭০ জন কর্মী আহত হয়।

অপর দিকে মেয়র সিদ্দীক হোসেন খান এসব অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের জানান, উপজেলা, পৌর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আহবানে বাসস্ট্যন্ডে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ছিল। সেই আলোচনা সভায় আসার পথে সরোয়ার আলম খান আবুর ছেলে ভাতিজাসহ কর্মী সমর্থকরা বাসার সামনে কর্মীদের মারধোর করে। খলিল নামের একজনসহ ৫-৬ জনকে হাসপাতালে ভর্তি। এ নিয়ে উত্তেজনা সারা শহরে ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে পরিস্থিতি শান্ত হলে মধুপুর বাসস্ট্যান্ডে সিদ্দিক হোসেন খানের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং শোলাকুড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলী, সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ সজীব প্রমুখ।

পরে উপজেলা আওয়ামী লীগের একটি অংশ এবং পৌর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে কেক কেটে ও দোয়া মাহফিল করে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, হামলার ঘটনায় তিনজনকে হাসপাতালে ভর্তি করানো হয়। গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে হামলার ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর হয়। পুলিশ ৯ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

LEAVE A REPLY