ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু

ফাইল ছবি

ঢামেকে মাসুম মাতব্বর ওরফে মাসুম (৪২) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কারাবন্দির মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৪ জুন) কারারক্ষীদের হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় ভোর সোয়া ৫টায় মারা যান তিনি। 

এর আগে গত ১৯ জুন তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের (৬০১ নম্বর ওয়ার্ডে) ভর্তি করা হয়েছিল।

সত্যতা নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ।

তিনি বলেন, সে একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড পেয়ে বন্দি ছিল। সে কাশিমপুর কারাগারে বন্দি ছিল, অসুস্থতার কারণে আমাদের এখানে পাঠানো হয়। সে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ছিল। সেখান থেকে নিউরো সায়েন্স, সেখান থেকে গত ১৯ জুন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিল।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ জুন) ভোর সোয়া ৫টায় তার মৃত্যু হয়। 

ভোলা সদর উপজেলার বাপ্তা মাতব্বর বাড়ির কাঞ্চন মাতব্বরের ছেলে মাসুম।

LEAVE A REPLY